কেন জেনারেল ইংলিশ শিখবেন, কিভাবে ইংরেজি শব্দভাণ্ডার বৃদ্ধি করবেন

Study Aboard Form Bangladesh

জেনারেল ইংলিশ:

 

প্রাথমিক কিছু কথা:

বাংলাদেশে ইংরেজি দ্বিতীয় ভাষা এবং প্রি-স্কুল থেকে শুরু করে এইচএসসি (ইন্টারমিডিয়েট) পর্যন্ত আবশ্যিক বিষয় হিসেবে পড়ানো হয়। ফলে, বাংলার পাশাপাশি স্কুল ও কলেজ জীবনের পুরোটা সময়ই আমরা ইংরেজি চর্চা করে থাকি। তবুও এতোটা বছর ইংরেজি চর্চার পরেও ব্যাচেলর ও মাস্টার্স লেভেল শেষে আমরা বিভিন্ন ক্ষেত্রে ইংরেজির সঠিক প্রয়োগ করতে ব্যর্থ হই। এই বিষয়টি আমাদের ক্যারিয়ারের সঠিক লক্ষ্যমাত্রা
অর্জনের পথে একটি বিশাল বাধা। অথচ আমাদের দৈনন্দিন জীবনে ও সমসাময়িক সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইংরেজির অন্তত বেসিক নলেজ টুকু সঠিকভাবে ব্যবহার করা একটি অতি অত্যাবশ্যকীয় বিষয়।

ইংরেজির এই শক্ত ভিত্তি গড়ে দিতেই ফেইথ একাডেমী অফার করছে "জেনারেল ইংলিশ কোর্স", যা একজন শিক্ষার্থীর ইংরেজির
জ্ঞান বেসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত বৃদ্ধি করবে এবং প্রতিদিন নিজের ও ক্যারিয়ারের বিভিন্ন ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। ইংরেজি গ্রামার বেসিক টু এডভান্স, ভোকাবুলারি বা শব্দভাণ্ডার, অফিসিয়াল বা অন্যান্য কমিউনিকেশনের জন্য ইংরেজিতে লেখালেখির দক্ষতা অর্জন এই সকল বিষয়গুলোতে প্রাধান্য দিয়েই আমাদের জেনারেল ইংলিশ কোর্সটির মডিউলগুলো সাজানো হয়েছে।

 

কোর্সে কি কি শিখবেন:

  •  ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে ইংরেজির সঠিক ব্যবহার
  • দৈনন্দিন ব্যবহারের জন্য ইংরেজির স্কিল তৈরি
  • ইংরেজি শব্দভাণ্ডার বৃদ্ধি
  • ইংরেজিতে লেখালেখির দক্ষতা বৃদ্ধি
  • ইংরেজির সঠিক গ্রামার প্রয়োগের সক্ষমতা অর্জন
  • সঠিক উচ্চারণে ইংরেজি বলতে পারা
  • ইংরেজিতে কমিউনিকেশন বা যোগাযোগে আত্মবিশ্বাস অর্জন

 

ম্যাটেরিলাসসমূহ:

যারা কোর্সটি করতে পারবেন: একদম বিগেইনার লেভেল বা যারা ইংরেজির বিভিন্ন বিষয়ে একেবারেই নতুন তাদের থেকে আরম্ভ করে
ইংরেজিতে যে কোনো পর্যায়ের আগ্রহীরাই কোর্সটি করতে পারবেন।

যাদের জন্য কোর্সটি তৈরি:

  • ইংরেজিতে যারা ভাষাগত দক্ষতা বৃদ্ধি করতে আগ্রহী
  • ইংরেজির বেসিকের দুর্বলতা কাটিয়ে ওঠতে
  • ভবিষ্যতে IELTS বা অন্যান্য ইংলিশ পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী

 

 

 

ফেইথ একাডেমির Complete জেনারেল ইংলিশ কোর্সটি সম্পর্কে জানতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *